রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

চুয়াডাঙ্গার কৃতী সন্তান দানবীর গিরিধারী লাল মোদির পরলোকগমন, সর্বমহলে শোক

রেজাউল করিম লিটন

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৫৪

শেয়ার

চুয়াডাঙ্গার কৃতী সন্তান দানবীর গিরিধারী লাল মোদির পরলোকগমন, সর্বমহলে শোক
গিরিধারী লাল মোদি

বিশিষ্ট শিল্পপতি উত্তরা গ্রুপের চেয়ারম্যান আলমডাঙ্গার গিরিধারি লাল মোদি পরলোকে গমন করেছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটা সিঙ্গাপুর সময় সন্ধ্যা সাতটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। আলমডাঙ্গা পৌরসভার রথতলার বাসিন্দা গিরিধারী লাল মোদি ছিলেন আলমডাঙ্গা পাইলট হাইস্কুলের সাবেক ছাত্র এবং ব্যবসায়ী স্বর্গীয় দোয়ারকা প্রাসাদ মোদির জ্যেষ্ঠপুত্র।

পারিবারিক সূত্র জানায়, গত ২৩ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান গিরিধারী লাল। সেদিনই চেকআপের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাঁর শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ ধরা পড়ে, যা ফুঁসফুঁসকে মারাত্মকভাবে আক্রান্ত করে। এরপর থেকে গতকাল পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র দিলীপ দুই কন্যাসহ অসংখ্য নিকট আত্মীয়-স্বজন রেখে গেছেন। একজন সিঙ্গাপুর এবং তার অপর দুই সন্তান নেপাল অস্ট্রেলিয়া প্রবাসী। মৃত্যুকালে তিন সন্তানসহ তার পরিবারের সকলেই শয্যাপাশে উপস্থিত ছিলেন।

এদিকে, সবার আগে তার মৃত্যুর খবর পৌঁছে যায় সিঙ্গাপুর প্রবাসী ব্যবসীয়া বিডিচ্যামের প্রেসিডেন্ট সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাহিদুজ্জামান টরিকের কাছে। দ্রুত তিনি হাসপাতালে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। এছাড়া চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ গিরিধারী লাল মোদির ছেলে দিলীপকে ফোন করে গভীর সমবেদনা জানান এবং শেষকৃত্যে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

শুক্রবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তার মরদেহ ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ আলমডাঙ্গায় নেওয়া হবে। পরদিন শনিবার আলমডাঙ্গা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এদিকে, গিরিধারী লাল মোদির মৃত্যু সংবাদে আলমডাঙ্গায় শোকের ছায়া নেমে এসেছে।

ব্যক্তিজীবনে তিনি মানুষের সঙ্গে মিলেমিশে চলাচল করতে পছন্দ করতেন। যে কোনো ক্ষেত্রে সাহায্যে তাঁর হাত ছিল প্রশারিত। আলমডাঙ্গার কালীমন্দির নির্মাণ, শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির পুনর্নির্মাণ আধুনিকায়ন, আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণে তাঁর অবদান অনস্বীকার্য। এলাকার নামযজ্ঞ অনুষ্ঠানে নিয়মিত আর্থিক সহায়তা, চাঁদা প্রদান আয়োজনে সক্রিয় অংশগ্রহণ ছিল তাঁর অভ্যাস। অর্থ, বস্ত্র খাদ্যদানসহ নানামুখী দান-খয়রাত তাঁকেদানবীরহিসেবে প্রতিষ্ঠিত করে।

আলমডাঙ্গায় যে কারো মেয়ের বিয়েতে আগত বরযাত্রীদের রাত্রিযাপনের জন্য নির্মিত অবকাঠামো পরবর্তীতে আলমডাঙ্গা পাইলট গার্লস হাইস্কুলের দোতলা হলরুমে রূপান্তর করে দেন তিনি। এছাড়া আলমডাঙ্গা মুন্সিগঞ্জ পশুহাট জুনিয়র হাইস্কুল, চুয়াডাঙ্গা প্রদীপন প্রাথমিক বিদ্যালয়, পুলিশ লাইনস স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণ সংস্কারে আর্থিক সহায়তা দেন। আলমডাঙ্গা উপজেলা মহাশ্মশান দালান নওয়াপাড়া শ্মশানঘাট নির্মাণেও তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তাঁর কাকা সত্য নারায়ণ মোদি ছিলেন আলমডাঙ্গার সুপরিচিত সমাজসেবক, ক্রীড়ামোদী ক্রীড়া সংগঠক, যিনি আলমডাঙ্গা পাইলট গার্লস হাইস্কুল প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন।

এদিকে, গিরিধারী লাল মোদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মার্টিন হিরক চৌধুরী, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম লার্জ সাধারণ সম্পাদক সুমন পারভেজ খান।

এছাড়াও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, পূজা উদ্যাপন ফ্রন্ট এবং হিন্দ বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। গিরিধারী লাল মোদি ছিলেন শুধু একজন শিল্পপতি নন, ছিলেন সমাজহিতৈষী নিরহঙ্কার এক মহৎপ্রাণ ব্যক্তিত্ব। তাঁর দানশীলতা মানবিক অবদান আলমডাঙ্গাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।



banner close
banner close