রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ভারতের ইমিগ্রেশনে আটক

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০৭

আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ২২:১০

শেয়ার

ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ভারতের ইমিগ্রেশনে আটক
সংগৃহীত

ঢাকা দক্ষিণের ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জুবায়ের হোসেনকে আটক করে বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে গেদে ইমিগ্রেশন পুলিশ।

এরপর আজ শুক্রবার তার বিরুদ্ধে দর্শনা থানায় জালিয়াতি মামলা দায়ের হলে তাকে জেল-হাজতে পাঠিয়েছে আদালত।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন হোসেন জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে টায় গেঁদে ইমিগ্রেশনের কর্মকর্তারা দর্শনা আইসিপি দিয়ে ভারতীয় গেঁদে ইমিগ্রেশন পুলিশ কর্তৃক বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিক মোঃ জুবায়ের হোসেন পিতা হুমায়ুন কবির পাসপোর্ট নংB0044820 গ্ৰামঃ রাজের পোস্ট শরণখোলা থানা, সরনখোলা, জেলা-বাগেরহাটকে আটক করে বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে।

জুবায়ের হোসেন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিল।

সে গত ২৪ নভেম্বর ২০২৪ তারিখে বৈধ পথে পাসপোর্টে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গমন করেন। সে আটকের পূর্ব পর্যন্ত ভারতে অবস্থানরত অবস্থায় বাংলাদেশী ইমিগ্রেশন সীল জালিয়াতি করে। এরপর বৃহস্পতিবার বাংলাদেশ থেকে গমন না করেও ভুয়া গমন দেখিয়ে এন্ট্রি করতে গেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক হয়।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ তুহিন হোসেন বাদী হয়ে দর্শনা থানায় তার বিরুদ্ধে একটি প্রতারনা মামলা দায়ের করে তাকে থানায় সোর্পদ করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ শহীদ তিতুমীর জানান, দর্শনা থানায় জালিয়াতি মামলায় তাকে আজ শুক্রবার আদালতে প্রেরন করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল-হাজতে পাঠিয়েছে।



banner close
banner close