রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

প্রাণনাশের হুমকির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে জিডি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৩৫

আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৪৪

শেয়ার

প্রাণনাশের হুমকির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে জিডি
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি

টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আমিরুল ইসলাম খান আলীমের বিরুদ্ধে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

জিডি নম্বর ১৯৪১ অনুযায়ী, আশুলিয়ার জামগড়া এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম (৪৩), পিতা- মো. আব্দুল হালিম, অভিযোগে উল্লেখ করেন যে আমিরুল ইসলামের সঙ্গে তার আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে আমিরুল ইসলাম বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। সর্বশেষ গত ১৭ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে একই ধরনের হুমকি দেওয়া হয়।

অভিযোগকারী শফিকুল ইসলাম জানান, ঘটনার পর নিরাপত্তার স্বার্থে তিনি থানায় উপস্থিত হয়ে বিষয়টি সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করার আবেদন করেছেন। তবে এ বিষয়ে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি জিডি আকারে নথিভুক্ত করা হয়েছে।



banner close
banner close