নিখোজের ১ দিন পরে পুকুরে পানিতে ভাসমান অবস্থায় মিলছে শিশুর মরহেদ।
ভোলা পৌরসভার ৭ নং ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়ার রিজার্ভ পুকুরে মিলেছে নিখোঁজ শিশু ওয়াছিফা নামের এক কণ্যার মরদেহ।
আজ ১৯ সেপ্টেম্বর সকালে ফজরের নামাজ শেষে এলাকার মুসুল্লিরা যাবার পথে এই শিশুর মরদেহ রিজার্ভ পুস্কুনির পানিতে ভাসতে দেখে।
পরে মসজিদের মাইকে ঘোষনা করলে সংবাদ টি এলাকায় ছড়িয়ে পরলে
ভোলা সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে ওয়াছিফার মরদেহ উদ্ধার করে।
জানাযায় ওয়াছিফার বাবা সোহেল তালুকদার এর মৃত্যুর পরে মা খাদিজা খাতুন ভোলার একটি বেসরকারি হাসপাতালে চাকরি নেন।
পরে তার( ওয়াছিফার খালা খালুর সাথে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চাকরি নেন তার মা খাদিজা।
ওয়াসিফা তার দুই খালাতো খালাতো বোনের সাথে ওয়েষ্টান পাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন।
গতকাল ওয়াছিফাকে বাসায় রেখে নবম শ্রেনীর ছাত্রী ওয়াসিফার খালাতো বোন স্কুলে যায়।
তখন একা বাসায় ছিলেন ওয়াছিফা (৮)।
বিকাল ৫ টায় ওয়াছিফার খালাতো বোন স্কুল থেকে ফিরে ওয়াসিফা দেখতে না পেয়ে চারদিকে খুজতে থাকেন।
কোথাও সন্ধান না মিললেও আজ সকালে পুকুরে পানিতে ভাসমান অবস্থায় ওয়াছিফার মর দেহের সন্ধান পাওয়া যায়।
ওয়াসিফা এলাকার একটি স্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিলেন।
পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে ওয়াসিফার মরদেহ উদ্ধার করে প্রাথমিক নিরীক্ষা ছুরত হাল লিপিবদ্ধ করেন।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসনাইন পারভেজ বলেন এলাকা বাসীর সন্ধানে শিশুটির মরদেহ উদ্ধার হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।
আরও পড়ুন:








