চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আশ্রয়ণ প্রকল্পের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উজিরপুর ইউনিয়নের জলবাজার, তত্তীপুর, সাত্তারমোড় ও শেখটোলা এলাকার আশ্রয়ণ প্রকল্পের প্রায় সাড়ে তিনশ পরিবারে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়। উজিরপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহর উদ্যোগে প্রতিটি পরিবারকে ৮ কেজি চাল ও ৪০০ টাকা করে প্রদান করা হয়।
বিতরণকালে মো. সানাউল্লাহ বলেন, “গত দেড় বছর ধরে আমি ইউনিয়নের নিম্ন আয়ের প্রতিবন্ধী ও খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এসব সহায়তা দেওয়া হচ্ছে। আগামী দিনগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করে পাওয়া নিজের বেতন থেকেই নিয়মিত এ খাদ্য ও নগদ অর্থ বিতরণ করে আসছেন।
এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. জাকারিয়া, ইউপি সদস্য আনারুল হক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. ওয়াহেদুর রহমান, ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন:








