রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

শিবগঞ্জে বিএনপি নেতার উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৫৩

শেয়ার

শিবগঞ্জে বিএনপি নেতার উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ
বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আশ্রয়ণ প্রকল্পের অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উজিরপুর ইউনিয়নের জলবাজার, তত্তীপুর, সাত্তারমোড় শেখটোলা এলাকার আশ্রয়ণ প্রকল্পের প্রায় সাড়ে তিনশ পরিবারে সহায়তা পৌঁছে দেওয়া হয়। উজিরপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহর উদ্যোগে প্রতিটি পরিবারকে কেজি চাল ৪০০ টাকা করে প্রদান করা হয়।

বিতরণকালে মো. সানাউল্লাহ বলেন, “গত দেড় বছর ধরে আমি ইউনিয়নের নিম্ন আয়ের প্রতিবন্ধী খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এসব সহায়তা দেওয়া হচ্ছে। আগামী দিনগুলোতেও কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করে পাওয়া নিজের বেতন থেকেই নিয়মিত খাদ্য নগদ অর্থ বিতরণ করে আসছেন।

সময় উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. জাকারিয়া, ইউপি সদস্য আনারুল হক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. ওয়াহেদুর রহমান, ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বাবুসহ বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



banner close
banner close