রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মহিপুরে সংরক্ষিত বন থেকে নির্বিচারে কাটা হচ্ছে গাছ

কলাপাড়া,পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৪৭

শেয়ার

মহিপুরে সংরক্ষিত বন থেকে নির্বিচারে কাটা হচ্ছে গাছ
বাংলা এডিশন

পটুয়াখালীর মহিপুরে সংরক্ষিত ফাতরার বনসহ বিভিন্ন বনাঞ্চল থেকে নির্বিচারে শত শত গাছ কেটে আনা হয়েছে। এসব গাছ আলিপুর বাজারের পশ্চিম পাশে কলেস্টার সংলগ্ন এলাকায় পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে সরাসরি গণমাধ্যমকর্মীরা দেখতে পান—নারী শ্রমিকরা প্রতিটি গাছে লোহা পুতে শুটকি শুকানোর কাঠামো তৈরি করছেন।

স্থানীয়রা নিশ্চিত করেছেন, এসব গাছ শুটকি ব্যবসায়ী নূর হোসেন গাজী কেটে এনেছেন।

তবে অভিযুক্ত নূর হোসেন গাজী দায় এড়িয়ে বলেন, “গাছগুলো আমার নয়। আপনাকে কে বলেছে আমার নাম।”

পরিবেশবিদদের মতে, সংরক্ষিত বন থেকে এভাবে নির্বিচারে গাছ কেটে ফেলা হলে বনভূমির অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এতে প্রথমত জীববৈচিত্র্য ধ্বংস হবে, দ্বিতীয়ত মাটি ক্ষয় হয়ে কৃষি ও স্থানীয় আবাসস্থল মারাত্মক ঝুঁকিতে পড়বে।

মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান দায়সারা বক্তব্য দিয়ে বলেন, “আমরা খবর পেয়ে খাজুরা বিট কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন।” তবে খাজুরা বিট কর্মকর্তার মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসন যদি এখনই কঠোর আইনগত ব্যবস্থা না নেয়, তবে এ ধরনের নির্বিচারে গাছ কাটা পরিবেশ বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।



banner close
banner close