রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বাগেরহাটে ইয়াবাসহ নারী আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৪২

শেয়ার

বাগেরহাটে  ইয়াবাসহ নারী আটক
বাংলা এডিশন

বাগেরহাট সদর মডেল থানার পৌরসভার নাগেরবাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে এক হাজার (১,০০০) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফরিদা বেগম (৫৫) নামে এক নারীকে আটক করা হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, নাগেরবাজার মাছ বাজার সংলগ্ন একটি ভাতের হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় হোটেলের মালিক মৃত মতিয়ার রহমানের স্ত্রী ফরিদা বেগমের দেখানো মতে হোটেলের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক ফরিদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।##



banner close
banner close