রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

লিবিয়ায় গুলিতে নিহত বাংলাদেশী যুবক

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৩৮

শেয়ার

লিবিয়ায় গুলিতে নিহত বাংলাদেশী যুবক
নিহত জীবন

পরিবারকে সুখে রাখার জন্য ছয় মাস আগে ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের জীবন ঢালী (২৩) ১৫ দিনের মধ্যে ইতালি পৌছানোর প্রলোভন দেন দালাল।আর সেই প্রলোভনে পড়েই

ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে পাড়ি জমান তিনি। সেই স্বপ্ন আর পূরণ হলো না। লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন এই যুবক।

গত সেপ্টেম্বর লিবিয়ায় মাফিয়াদের ছোড়া গুলিতে নিহত হন জীবন।গতকাল (১৮সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর নিজ বাড়ি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। মৃত্যুর খবর শোনার পর থেকেই কান্নায় ভেঙে পড়ে দিশেহারা হয়ে হয়েছেন মা স্বজনরা। নিহত জীবন ওই গ্রামের কালাম ঢালীর ছেলে।

পারিবারিক স্থানীয় সূত্রে জানা গেছে, লিবিয়ায় থাকা জীবনের সফরসঙ্গীরা ফোন করে তার মৃত্যুর খবর পরিবারকে নিশ্চিত করেন। প্রায় মাস আগে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মানবপাচারকারী দালাল রাসেল খানের প্রলোভনে পড়ে ইতালির উদ্দেশে লিবিয়া যান জীবন। পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্নেই এই পথ বেছে নিয়েছিলেন তিনি। সেখানে কয়েক মাস গেম ঘরে আটকে থাকার পর মাফিয়াদের গুলিতে প্রাণ হারান তিনি।

এলাকাবাসী বলেন, দালালদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত অনেক যুবক এভাবে জীবন হারাচ্ছেন। নিহতের পরিবারকে রাষ্ট্রীয় সহায়তা প্রদানের দাবি জানান তারা।

বিষয়ে ক্ষুদ্ধ বাবা-মা কিছুই বলতে পারেনা দেখলেই কান্না করে দেয়। আর বলে আমার ছেলে কোথায়। আপনার ছেলের সাথে কি ঘটনা ঘটেছিল বিষয়ে জানতে চাইলে চোখের দিকে তাকিয়ে কান্না করে দেয় আর কিছুই বলতে পারে না।

ঘটনার পর থেকে দালাল রাসেল তার পরিবার পলাতক রয়েছেন।

বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে দেশের বিভিন্ন এলাকার যুবক দালালের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে। মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close