ফেনীর ফুলগাজী উপজেলায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি গরু ডাকাত চক্রের সাত সদস্যকে আটক করেছে র্যাব-৭। এ চক্রটি গত আট মাসে অন্তত ৪০টিরও বেশি গরু ডাকাতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আটক ব্যক্তিরা হলেন মো. রুবেল ,জামাল হোসেন মানিক, মো. আরিফুল ইসলাম, মো. ইয়াসিন, আব্দুর কাদের, মো. হারুন এবং মো. সুলতান আহম্মদ। আটকৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
র্যাব-৭ জানায়, স্থানীয় কিছু চোরকেও সহযোগিতায় যুক্ত করে চক্রটি পরিকল্পিতভাবে গরু লুট করত। মূলত ফুলগাজীর বশিকপুর, দরবারপুর ও নুরপুর এলাকায় এসব ডাকাতি সংঘটিত হয়। সর্বশেষ গত ৭ সেপ্টেম্বর রাতে তারা ছয়টি গরু ডাকাতি করে নিয়ে যায়। ভোররাত ২টা থেকে ৩টার মধ্যে ট্রাকযোগে এসব ডাকাতি চালানো হতো।
অভিযানে উদ্ধার হওয়া গরুর মধ্যে দুটি নুরপুর থেকে এবং দুটি পাঠাননগর থেকে উদ্ধার করা হয়। র্যাবের দাবি, এ চক্রটি এক রাতেই লক্ষাধিক টাকার গরু ডাকাতি করে দ্রুত বিক্রি করত। ডাকাতির সময় ৬–৭ জন সদস্য দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গরুর মালিকদের জিম্মি করে ট্রাকে তুলে গরুগুলো নিয়ে যেত।
এ ঘটনায় ফুলগাজী থানায় আগেও একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন:








