রাজধানী ঢাকার সন্নিকটে আশুলিয়ায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
এরআগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বাইপাইল বুড়িরবাজার রোডের ডায়মন্ড মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- পিরোজপুর জেলার সদর থানার তেজ দাশকাঠি এলাকার মিলন খানের ছেলে শিমুল খান (২৬) ও ঝিনাইদহ জেলার মহেষপুর থানার হুদা-শ্রীরামপুর এলাকার কাশেম আলী মোল্লার ছেলে সাদ্দাম হোসেন (৩৫)। তারা উভয়ে আশুলিয়ার বাইপাইল এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বাইপাইল বুড়িরবাজার রোডের ডায়মন্ড মোড় এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে আরেক অভিযানে ৫০০ গ্রাম গাঁজা সহ জাহিদ হাসান রাসেল ওরফে হৃদয় (২৩) নামে ব্যাক্তি কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আরও পড়ুন:








