র্যাব–সাত ফেনীতে অভিযান চালিয়ে ফুলগাজী উপজেলায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি গরু ডাকাত চক্রের একাধিক সদস্যকে আটক করেছে। আটক সদস্যরা হলো- মো. রুবেল, জামাল হোসেন মানিক, মো. আরিফুল ইসলাম, মো. ইয়াসিন, আব্দুল কাদের, মো. হারুন এবং মো. সুলতান আহম্মদ।
এই চক্রটি গত আট মাসে প্রায় ৪০টিরও বেশি গরু ডাকাতি করেছে। স্থানীয় কিছু চোরকেও সহযোগিতায় যুক্ত করে তারা পরিকল্পিতভাবে গরু লুট করতো।
ফুলগাজীর বশিকপুর, দরবারপুর ও নুরপুর এলাকায় প্রধানত এ ডাকাতি সংঘটিত হয়। উদ্ধারকৃত গরুগুলোর মধ্যে দুইটি নুরপুর থেকে এবং দুইটি পাঠাননগর থেকে উদ্ধার করা হয়েছে।
অভিযানটি পরিচালিত হয় গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। সর্বশেষ এই চক্রটি সাত সেপ্টেম্বর ২০২৫ তারিখে ডাকাতি করে ছয়টি গরু নিয়ে যায়। সাধারণত ভোররাত দুইটা থেকে তিনটার মধ্যে ট্রাকযোগে এ অপকর্ম ঘটাতো।
গরু চুরির ঘটনায় ফুলগাজী থানায় আগেও একাধিক অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে।
আরও পড়ুন:








