নারী শ্রমিককে বাঁচাতে সরকারি জরুরি ডাক ডিউটিতে থাকা অবস্থায় মোঃ শাহিনুর ইসলাম (২৩ ) নামের এক পুলিশ সদস্য মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে৷ বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮ টায় ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের বালিথা মাহমুদা এ্যাটায়ার্সের সামনে এ দূর্ঘটনা ঘটে৷
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,নিহত পুলিশ সদস্য শাহিনুর মানিকগঞ্জ পুলিশ লাইনে কর্তব্যরত ছিল৷ সরকারি জরুরি ডাক ডিউটিতে মানিকগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা আরিচা মহাসড়কে মটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন৷
প্রত্যক্ষদর্শী পোশাক শ্রমিক স্বপন জানান, এক নারী কারখানার শ্রমিক রাস্তা পারাপারের সময় এদিক সেদিক না তাকিয়ে রাস্তা পারাপারের সময় মানিকগঞ্জের দিক থেকে দ্রুত একটি মটর মাইকেল আসতে থাকে৷ নারী পোশাক শ্রমিক কে বাঁচাতে অর্তকিত ভাবে ব্রেক করলে রাস্তায় পরে যায়৷ মহাসড়কে নতুন পাথর ঢালাইয়ে মটর মাইকেল পড়ে গেলে হেলমেট পড়া না থাকায় মাথায় প্রচন্ড আঘাত পায়৷ আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন৷
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বালিথা এলাকার প্রবাসী আলাল উদ্দিনের পুত্র শাহিনুর ২০১৯ সালে পুলিশের চাকরিতে যোগদান করেন৷ নিহত পুলিশ সদস্য শাহিনুরের ২ বছরের পুত্র সন্তান রয়েছে৷ ছেলের অকাল মৃত্যুতে পিতা দেশে ফেরার পর কবর দেওয়া হবে এমন তথ্য পাওয়া যায়৷
সাভার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আনজিল জানান,গোলড়া হাইওয়ের অধিনে দুর্ঘটনা ঘটায় পুলিশ সদস্য শাহিনুরের লাশ আলাদিনর্স হাসপাতাল থেকে গোলড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে৷
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, মানিকগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল সরকারি জরুরি ডাক ডিউটিতে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায়মৃত্যু বরণ করেছে৷ নিহত পুলিশ সদস্যদের মরদেহ টি ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷
আরও পড়ুন:








