রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

জয়পুরহাটে ফিলিং স্টেশন থেকে ট্রাক চুরি; ছয় ঘণ্টা তেল কেনাবেচা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৪২

শেয়ার

জয়পুরহাটে ফিলিং স্টেশন থেকে ট্রাক চুরি; ছয় ঘণ্টা তেল কেনাবেচা বন্ধ
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি ফিলিং স্টেশন থেকে ট্রাক চুরির ঘটনাকে কেন্দ্র করে চালক ও শ্রমিকরা ফিলিং স্টেশন ঘেরাও করে রাখেন। এর ফলে প্রায় ছয় ঘণ্টা তেল কেনাবেচা বন্ধ ছিলো। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে আক্কেলপুর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই অবরোধের কারণে তেল সরবরাহ বন্ধ ছিলো।

পুলিশ ও ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ট্রাকের মালিক মশিউর রহমান তার ট্রাকটি আক্কেলপুর ফিলিং স্টেশনে রেখে বাড়িতে চলে যান। কিন্তু বুধবার সকালে ট্রাকটি সেখানে পাওয়া যায়নি। পরে ঘটনাটি আক্কেলপুর থানা পুলিশকে জানানো হয়। পাহারাদার না থাকার কারণে ক্ষুব্ধ ট্রাকচালক ও শ্রমিকরা সকাল ১০টা থেকে ট্রাক দিয়ে ফিলিং স্টেশন ঘেরাও করে রাখেন। বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই অবরোধের কারণে তেল সরবরাহ বন্ধ ছিলো।

খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, পাঁচবিবি সার্কেলের সহকারী পুলিশ সুপার তুহিন রেজা, আক্কেলপুর থানার ওসি শফিকুল ইসলাম, এবং আক্কেলপুর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার আবিদা খানম ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। তারা ফিলিং স্টেশন মালিক ও ট্রাক চালক-শ্রমিকদের সাথে কথা বলে তেল কেনাবেচার ব্যবস্থা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, ‘আক্কেলপুরে কোনো ট্রাক স্ট্যান্ড নেই। সে কারণে এই ফিলিং স্টেশনে ট্রাক-বাস রাতে রাখা হয়। রাতে একটি ট্রাক মিসিং হয়। এর পরিপ্রেক্ষিতে অন্য ট্রাক ড্রাইভাররা বিক্ষুব্ধ হয়ে পাম্পটি অবরুদ্ধ করে রাখে। তেল কেনাবেচা বন্ধ ছিলো। আমরা উভয়পক্ষের সঙ্গে কথা বলে সমাধান করেছি। এখানে ট্রাক শ্রমিক ও পাম্পের পক্ষ থেকে নৈশ প্রহরী রাখা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’



banner close
banner close