রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বরিশালে র‌্যাব পরিচয়ে ছিনতাই: শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার তিন

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:০৮

আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:০৮

শেয়ার

বরিশালে র‌্যাব পরিচয়ে ছিনতাই: শ্রমিক দল নেতাসহ  গ্রেপ্তার তিন
র‍‍্যাব পরিচয়ে ছিনতাইয়ের অভিযাগে গ্রেপ্তার তিনজন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র‌্যাব পরিচয়ে তিন পান ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে শ্রমিক দল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামে ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে বাগধা ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা (৪০), উত্তর চাঁদত্রিশিরা গ্রামের দুলাল মোল্লার ছেলে রমজান মোল্লা (২৮), এবং পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের ছেলে নরত্তোম হালদার (৩৪)

বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, মঙ্গলবার রাতে আমবাড়ি এলাকায় র‌্যাবের পোশাক পরিহিত অবস্থায় তিন ব্যক্তি তিনজন পান ব্যবসায়ীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি নগদ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে ঘটনাস্থল থেকেই আটক করে। সময় তাদের গায়ে র‌্যাবের জ্যাকেট পরা ছিল।

ওসি আরও জানান, অভিযানের সময় তাদের সহযোগী সুমনসহ আরও কয়েকজন হ্যান্ডকাফ, একটি দেশীয় অস্ত্র এবং একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পলাতকদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী বিপুল ঢালী বাদী হয়ে গ্রেফতার তিনজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার রাসেল মোল্লাকে বাগধা ইউনিয়ন শ্রমিক দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের একাধিক নেতা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



banner close
banner close