রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মেহেরপুরে সেনা অভিযানে অস্ত্রসহ শাকিল গ্যাং সদস্য আটক

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৪৬

শেয়ার

মেহেরপুরে সেনা অভিযানে অস্ত্রসহ শাকিল গ্যাং সদস্য আটক
ছবি: সংগৃহীত

মেহেরপুর সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র সহ আলবাপ আলিফ খান (২২)কে আটক করেছে। আজ বুধবার (১৭সেপ্টম্বর) দুপুর ৩টার সময় মেহেরপুর শহরের শেখপাড়া থেকে আলবাপ আলিফ খানকে আটক করা হয়।

আটক আলবাপ আলিফ খান শেখ পাড়ার আরাফাত আলিফ খানের ছেলে।

গোপন সূত্রে খবর পেয়ে আলিফের বাড়িতে অভিযান চালিয়ে শাকিল গ্যাং এর সক্রিয় সদস্য আলবাপ আলিফ খানকে আটক করার পর তার কাছ থেকে ১ টি চাইনিজ কুড়াল, ১ ইলেকট্রিক টেজার, ১ টি ফ্লোল্ডিং স্টিক এবং মোবাইল ফোন উদ্ধার করে। পরে আটক আলবাপ আলিফ খানকে আলামতসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



banner close
banner close