ফরিদপুরের আটরশি চন্দ্রপাড়া থেকে নিখোঁজ ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্র ইকবাল হোসেন স্বাধীনের সন্ধান মেলেনি ৯ দিনেও। এদিকে সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা ও স্বজনদের আহাজারিতে যেনো কাঁদছে প্রকৃতি।
খোঁজ নিয়ে জানা গেছে, নিখোঁজ ইকবাল হোসেন স্বাধীনের বাবার বাড়ি কুমিল্লা জেলায় হলেও তারা বসবাস করে রাজধানীর মিরপুর এলাকায়। তবে স্বাধীনের বেড়ে উঠা ও শিক্ষাগ্রহণের দীর্ঘ সময় কেটেছে নানাবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা'র চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে। তার পিতার নাম আপন মিয়া ও মাতা পপি আক্তার।
বুধবার (১৭ সেপ্টেম্বর) নিখোঁজ স্বাধীনের নানি জমিলা বেগম বলেন, আমার নাতি প্রায় ৯ দিন যাবত নিখোঁজ। অন্তরটা কষ্টে ফেটে যাচ্ছে, আমরা সকলে নানান জায়গায় খুঁজাখুজি করে তার কোনো সন্ধান পাচ্ছি না। আমার মেয়ের জামাই ফরিদপুর আটরশি দরবার শরীফে মুরিদ হওয়ার সুবাদে সেখানে প্রায় দেড় বছর আগে আমার নাতিকে মাদ্রাসায় ভর্তি করে। সে খুব মেধাবী ও শান্ত স্বভাবের, আমার নাতিকে খুঁজে পেতে আপনারা সহযোগিতা করুন।
আইনী পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, আমার নাতি যেহেতু মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে তাই মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে জিডি করা হয়েছে ফরিদপুর থানায়। পুলিশের পাশাপাশি আমরা সকলেই বিভিন্ন জায়গায় খোজাখুজি অব্যাহত রেখেছি।
যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তবে উল্লেখিত দু'টি নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো। (01306-352018) (01984112116)।
আরও পড়ুন:








