সিরাজগঞ্জের বেলকুচিতে চাঁদা দাবির অভিযোগে রেজাউল করিম নামে এক সাংবাদিকসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার রাজাপুর ইউনিয়নের আব্দুলপুর গ্রামের হাফিজুল ইসলাম বাদী হয়ে সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন। আসামি রেজাউল করিম ভাঙ্গাবাড়ী ইউনিয়নের কলিয়াপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি আরকে টিভির স্বত্বাধিকারী ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আলীম জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, পারিবারিক বিরোধের জেরে বাদী ও তার ভাই হামিদুল হকের মধ্যে দ্বন্দ্বের পর হামিদুল থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ হাফিজুলকে আটক করলে সাংবাদিক রেজাউল করিম বিভিন্ন ভিডিও ও ছবি ধারণ করে গত ৩০ জুলাই আরকে টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার-এ ‘ভুল তথ্যসমৃদ্ধ’ সংবাদ প্রকাশ করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, মিথ্যা সংবাদ প্রকাশ বন্ধের অনুরোধ করলে রেজাউল করিম বাদীর কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় অজ্ঞাত কয়েকজন সহযোগী নিয়ে বাদীর বাড়িতে গিয়ে হামলার চেষ্টা করেন এবং পরবর্তীতে হত্যাসহ নানা হুমকি দেন।
বাদী হাফিজুল ইসলাম বলেন, “অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি দ্রুত বিচার আইনে মামলা করেছি। এর ন্যায়বিচার চাই।”
আরও পড়ুন:








