রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কুয়াকাটায় অশ্লীল ভিডিও কেলেঙ্কারি: কনটেন্ট ক্রিয়েটরকে এক মাসের জেল

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৫৬

শেয়ার

কুয়াকাটায় অশ্লীল ভিডিও কেলেঙ্কারি: কনটেন্ট ক্রিয়েটরকে এক মাসের জেল
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকতে অশ্লীল ভিডিও ধারণ করতে গিয়ে ধরা পড়েছেন মো. রুবেল (৩০) নামের এক কনটেন্ট ক্রিয়েটর। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। রুবেল বরগুনা সদর উপজেলার বাসিন্দা এবং স্থানীয়ভাবে একটি মুদি দোকান পরিচালনার পাশাপাশি বিভিন্ন কনটেন্ট তৈরি করতেন।

স্থানীয় ফটোগ্রাফার আরিফ জানান, “আমরা লক্ষ্য করি, রুবেল নারীদের গোসলের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করছে এবং অশ্লীল মন্তব্য করছে। তখনই আমরা গিয়ে তাকে ধরে ফেলি।”

আরেক ফটোগ্রাফার রাসেল বলেন, “তার মোবাইল ফোনে অনেক অশ্লীল ভিডিও পাওয়া যায়। পরে আমরা টুরিস্ট পুলিশকে খবর দিই।”

টুরিস্ট পুলিশের হাতে ধরা পড়ার পর রুবেলের ফোনে বেশ কিছু ভিডিওর অস্তিত্ব মিললেও তা প্রকাশিত হওয়ার মতো কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেইজ পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, এসব ভিডিও অন্যত্র বিক্রি করা হতো বা গোপনে ব্যবহার করা হচ্ছিল।

ঘটনাস্থলে উপস্থিত পর্যটকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন কুকর্ম শুধু কুয়াকাটার সুনাম নষ্ট করে না, পর্যটকদের জন্যও হুমকি হয়ে দাঁড়ায়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের আরও কঠোর হওয়া দরকার।”

কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন সাদেক বলেন, “রুবেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন। এ ধরনের অনৈতিক কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

আদালতের রায় ঘোষণার পর তাকে থানায় হস্তান্তর করা হয়। প্রশাসনের এ পদক্ষেপে স্থানীয় ও পর্যটকরা স্বস্তি প্রকাশ করেছেন।



banner close
banner close