রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সিরাজগঞ্জে আশরাফ আলী হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:২২

শেয়ার

সিরাজগঞ্জে আশরাফ আলী হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জে আশরাফ আলী হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় দুই আসামিকে দুই বছর করে কারাদণ্ড এবং দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

১৭ সেপ্টেম্বর বুধবার দুপুর আড়াইটায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেনচাঁদপাল গ্রামের আব্দুল আলিম, আবু বক্কার, মোজাম শেখ ও আব্দুর রউফ। দুই বছর কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল্লাহ ও মোস্তাফিজুর রহমান। খালাসপ্রাপ্তরা হলেন আমির হামজা শেখ ও লিলি খাতুন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকালে চাঁদপাল গ্রামে রাস্তার কাজ নিয়ে বিরোধের জেরে আসামিরা লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারী আশরাফ আলীর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে ১৬ সেপ্টেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।



banner close
banner close