ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীরা ন্যায্যমূল্যের দাবিতে সড়ক অবরোধ করেছেন।
বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে ব্যানার–ফেস্টুন নিয়ে জমির মালিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, ২০২২ সালের মৌজায় মূল্যে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। যেসব জমির বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা, সেখানে মাত্র দুই লাখ টাকা দেওয়া হচ্ছে। এ ছাড়া বাড়ি ও প্রতিষ্ঠানের পূর্ণ ক্ষতিপূরণ না দিয়ে আংশিক দেওয়া হচ্ছে।
মানববন্ধন শেষে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধে ঝিনাইদহ থেকে যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাগামী সব যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আন্দোলনকারীরা ন্যায্যমূল্যের নিশ্চয়তা দাবি করে অবরোধ প্রত্যাহার করেন।
আরও পড়ুন:








