রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সাভারে প্রতারণার অভিযোগে এক নারী গ্রেপ্তার

মাসুদ রানা, সাভার

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৪৮

শেয়ার

সাভারে প্রতারণার অভিযোগে এক নারী গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

সাভারে অনলাইন প্লাটফর্ম ফেসবুক টিকটকে সম্পর্ক তৈরি করে প্রতারণার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ঐ নারী কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যার দিকে সাভার মডেল থানা এলাকার সাভার নিউমার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই নারীর নাম সালমা আক্তার ইতি। সে সাভারের অমরপুর এলাকার মৃত মোজাম্মেল হকের মেয়ে।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত প্রতারণাকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত প্রতারণাকারী অনলাইনের প্লাটফর্ম ফেসবুক টিকটকে নানা রকম ছলাকলায় কারো সাথে প্রেমের আবার কারো সাথে বন্ধুত্বের সম্পর্কের মাধ্যমে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে সম্পর্ক তৈরি করে টাকাসহ বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতো। একব্যাক্তির কাছ থেকে নগদ ৫০হাজার টাকা হাতিয়ে নেয়ার পর গোপন সূত্রে সংবাদ পেয়ে ডিবি পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে ।

বুধবার সকালে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, প্রথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সালমা তার উপর আরোপিত ঘটনার সত্যতা শিকার করেছে। উক্ত প্রতারণাকারীর বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান।



banner close
banner close