রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

পাবনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৫৩

আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৩

শেয়ার

পাবনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি।

পাবনার ঈশ্বরদীতে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত দুই শিশু লক্ষিকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের রাসেল সরদারের মেয়ে রাবেয়া ও পলান সরদারের ছেলে আজিবুল। নিহত দুই শিশু চাচাতো ভাই বোন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পুকুরের পাশে খেলাধুলা করছিলো হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আ স ম আব্দুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।



banner close
banner close