চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে অসামাজিক কার্যকলাপ বন্ধ ও মাদকমুক্ত মহল্লা গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রহনপুর স্টেশনপাড়া ঐক্য পরিষদ ও মহল্লার চার জামাতের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেশনপাড়া ঐক্য পরিষদের আহ্বায়ক ও ব্যবসায়ী খাদেমুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন পরিষদের সদস্য সচিব জাহিদ হাসান মুক্তা। সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রহনপুর স্টেশন বাজার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি নাজমুল হুদা খান রুবেল, অবসরপ্রাপ্ত ব্যাংকার তাজামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আতিকুল ইসলাম আজম, স্টেশনপাড়া শাহী জামে মসজিদের পেশ ইমাম আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ ও মাদকের ব্যবসা বেড়ে গেছে। আবাসিক এলাকায় প্রকাশ্যে কিশোর-যুবকরা মাদক সেবন করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বারবার সতর্ক করার পরও এসব কর্মকাণ্ড বন্ধ হয়নি। বিশেষ করে ডোমপাড়া এলাকার আশ্বিনা আমবাগানে মাদকসেবীদের উপস্থিতি প্রায়শ দেখা যায়।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, আবাসিক এলাকায় যেনো কোনো মেস বা হোস্টেল স্থাপন না করা হয়। পাশাপাশি রহনপুর শান্তি পাড়া ও অন্যান্য মহল্লায় চলমান অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা বলেন, সামাজিক ও পারিবারিক নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
আরও পড়ুন:








