আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গাপূজা-২০২৫ এর নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ফেনী জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা করেছে জেলা পুলিশ। মঙ্গলবারফেনী পুলিশ লাইন্স ড্রিল শেডে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সরকারি নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় সকল আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।
ফেনী জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পূজা উদযাপন কমিটির জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি পূজা মণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের সুরক্ষা এবং উৎসব চলাকালীন যানজট নিরসনে পুলিশের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একইসাথে তিনি কমিটির নেতৃবৃন্দের কাছ থেকে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে জানেন এবং তাদের মতামত ও পরামর্শ শোনেন।
সভায় পুলিশ সুপার হাবিবুর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। তিনি সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে উৎসব আয়োজনের জন্য পূজা উদযাপন কমিটির প্রতি আহ্বান জানান এবং জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
উক্ত মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সাইদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) জনাব সৈয়দ মুমিদ রায়হান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব খায়রুল বাশার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব জয়া রায় চৌধুরীসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন:








