রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

আজ বুধবার আখাউড়া স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৩১

আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৩৩

শেয়ার

আজ বুধবার আখাউড়া স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আজ বুধবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভারতের সরকারি ছুটির কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সকাল থেকে এ বন্দর দিয়ে কোনো ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম হয়নি। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার যথারীতি চালু রয়েছে।

এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, ভারতের সরকারি ছুটি থাকায় আজ বাণিজ্য বন্ধ রাখা হয়েছে। তিনি আরও বলেন, “আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে নিয়মিতভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।



banner close
banner close