রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

রেলপথ অবরোধ: ঢাকা-দিনাজপুর ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৮

আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৫

শেয়ার

রেলপথ অবরোধ: ঢাকা-দিনাজপুর ট্রেন চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

সাত দফা দাবিতে দিনাজপুরে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে করে দিনাজপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে শহরের ফুলবাড়ী রেল ক্রসিং এ অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এ বিক্ষোভ শুরু করেন।

জানা গেছে, শিক্ষার্থীদের অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দিনাজপুর রেল স্টেশনে আটকা পড়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস এবং রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন।

শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল ও জড়িতদের চাকরিচ্যুতি এবং ২০২১ সালের নিয়োগবিধি সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির নিয়ম বাতিল এবং চার বছর মেয়াদি আধুনিক কারিকুলাম প্রণয়ন, উপ-সহকারী প্রকৌশলী পদে (দশম গ্রেড) ডিপ্লোমা প্রকৌশলীদের পদ সংরক্ষণ নিশ্চিত করা।

এ ছাড়া কারিগরি শিক্ষা খাতের সকল প্রশাসনিক পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ, স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন, উচ্চশিক্ষার জন্য বিশেষায়িত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শতভাগ আসনে ভর্তির সুযোগের দাবিও করেছেন তারা।



banner close
banner close