রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

শেরপুরে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্যসহ আহত তিন

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:৩৯

শেয়ার

শেরপুরে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্যসহ আহত তিন
বাংলা এডিশন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় আহত হয়েছেন থানা পুলিশের দুই সদস্য এক স্থানীয় বাসিন্দা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার ঠিক আগে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় ঘটনা ঘটে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, রাত পৌনে বারোটার দিকে ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে জড়িতদের মধ্যে দুজনকে গ্রেপ্তা করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার মাজম আলী (৪০) মাদকসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। মঙ্গলবার বিকেলে থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চালায়। অভিযানের সময় মাজম আলী আরও তিন মাদক কারবারিকে একপরিত্যক্ত ঘরে ইয়াবা বিক্রি করতে দেখা যায়।

তাদের গ্রেপ্তারের সময় অভিযুক্তদের স্বজনরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল এবং পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসা স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া আহত হন।

আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে হামলায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। রাতেই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।



banner close
banner close