বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের বিভিন্ন অভিযানে জব্দ হওয়া প্রায় ১৮ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর শহরের ঢাকা জোন স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর সদর উপজেলায় পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করে। এ সময় ৬০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ চারজন আসামিকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১৮ লাখ ১৫ হাজার টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় পৃথক মামলা দায়ের করে হস্তান্তর করা হয়। মামলার প্রক্রিয়া অনুযায়ী নমুনা হিসেবে ৬৫০ গ্রাম গাঁজা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। পরবর্তীতে চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক বাকি ৫৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়।
আরও পড়ুন:








