রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী নাফিস

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৩৭

শেয়ার

চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী নাফিস
ছবি: বাংলা এডিশন

অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম নাফিস খন্দকার, তিনি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। এবং তার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রূপনগরে।

মঙ্গলবার বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে নাফিসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১২টার দিকে অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শে কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে সন্ধ্যায় নাফিসের মরদেহ কার্জন হলে নেয়া হয়। সেখানে তার জানাযা অনুষ্ঠিত হয়। উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীগণ জানাজায় অংশ নেন।

নাফিস খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এক শোকবাণীতে উপাচার্য বলেন, তার মৃত্যুতে দেশ একজন অমিত সম্ভাবনাময় তরুণকে হারালো। এ ধরনের মৃত্যু একটি পরিবার তথা জাতির জন্য অত্যন্ত দুঃখ ও বেদনার। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর পাঠানো আরেক শোক বার্তায় নাফিসের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ছাত্রদল।



banner close
banner close