রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

‎নওগাঁয় ৮০ লাখ টাকার কষ্টি পাথরের মূর্তিসহ দুই চক্র গ্রেপ্তার

‎নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ২০:০৪

আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ২০:০৫

শেয়ার

‎নওগাঁয় ৮০ লাখ টাকার কষ্টি পাথরের মূর্তিসহ দুই চক্র গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে কষ্টি পাথর এর দেবী পার্বতী মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। সেই সাথে পাচারকারী চক্রের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, ধামইরহাট উপজেলার জয়জয়পুর এলাকার মৃত ছয়েফ উদ্দিন মন্ডলের ছেলে মামদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর এলাকার ময়েন উদ্দিন মন্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩৫)।

মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দুপুরের দিকে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার উপজেলার বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে কালো কষ্টি পাথর এর হিন্দুদেবী পার্বতী মূর্তিসহ তাদের গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত মামদুল ও তরিকুল প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা কষ্টি পাথর এর মুল্যবান মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করতো। এরপর সুযোগ বুঝে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫ এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

এরই প্রেক্ষিতে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল ধামইরহাট থানার বেনিদুয়ার এলাকায় অভিযান চালায় অভিযানে মূর্তি পাচারকারী চক্রের মামদুল ও তরিকুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি কষ্টি পাথর এর দেবী পার্বতী মূর্তি উদ্ধার করা হয়। ২৪.৫ ইঞ্চি উচ্চতার ওই মূর্তিটির ওজন ২৫.১ কেজি। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা।

পরবর্তীতে উক্ত মূতিসহ আসামিদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এবং একটি মামলা রুজু করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।



banner close
banner close