টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরে অবস্থিত পরিত্যক্ত পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় অবশেষে ভেঙে দিয়েছে যৌথবাহিনী।
মঙ্গলবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত ১৩ সেপ্টেম্বর “পরিত্যক্ত প্রতিবন্ধী বিদ্যালয় এখন মাদকসেবীদের আখড়া”শিরোনামে বাংলা এডিশন অনলাইনে একটি সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর কিছুদিন চালু থাকলেও নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে দ্রুত কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনটি মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের আখড়ায় পরিণত হয়। এ নিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন।
এ অভিযানে যৌথবাহিনীর সদস্যরা বিদ্যালয় ভবনটি গুড়িয়ে দেন। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে। স্থানীয়রা জানান, তারা বহুদিনের দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন এবং ভবিষ্যতে এ জায়গাটি জনকল্যাণমূলক কাজে ব্যবহারের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্টট মোঃ রাজিব হোসেন জানান, অবৈধ স্হাপনা ও মাদকসেবিদের আখড়া গুড়িয়ে দেয়া হয়েছে, এই প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্বে শিক্ষক নেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে, এ ছাড়া এই বিদ্যালয়ে কোন ছাত্র ছাত্রী নেই।
আরও পড়ুন:








