রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

চাকসু নির্বাচনে: প্রীতিলতা হল সংসদে ছাত্রীসংস্থার মনোনয়নপত্র সংগ্রহ

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:২৩

শেয়ার

চাকসু নির্বাচনে: প্রীতিলতা হল সংসদে ছাত্রীসংস্থার মনোনয়নপত্র সংগ্রহ
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের আজ শেষ দিন। উৎসবমুখর পরিবেশে হল সংসদ নির্বাচনে প্রীতিলতা হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্রীসংস্থার নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চাকসু নির্বাচন কমিশন থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত দুইদিনের চেয়ে আরও বেশি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে ক্যাম্পাসজুড়ে। প্রার্থীরা তাদের পছন্দের পদে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। স্বতন্ত্র প্রার্থীও চোখে পড়ার মতো।

কেন্দ্রীয় সংসদে শাখা ছাত্রশিবির ও ছাত্রীসংস্থা এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেনি। হল সংসদে ছাত্রীসংস্থার হয়ে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছে প্রীতিলতা হল ছাত্রীসংস্থা।

এসময় তারা পূর্নাঙ্গ প্যানেলের জন্য ১৬ টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শীর্ষ তিন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সহ -সভাপতি (ভিপি) পদে হিসাববিজ্ঞান বিভাগের ২০১৯ -২০ সেশনের শিক্ষার্থী মিজবাউল জান্নান তারিন, জিএস পদে আরবি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং এজিএস পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আফরিদা রিমা।

এছাড়া অন্যান্য সম্পাদকীয় পদে মনোনয়নপত্র নিয়েছেন দপ্তর সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী সাবিহা, যোগাযোগ ও আবাসন পদে নাজমুন নাহার, সাহিত্য সম্পাদক পদে সিরাজুল মনিরা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত ২৮ আগস্ট ঘোষিত হয় চাকসু নির্বাচন তফসিল। সে অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এর তিনদিন পর ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর। সকাল নয়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।



banner close
banner close