রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে আটক চার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:১২

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে আটক চার
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন) চারজন চোরাকারবারীকে আটক করেছে। এসময় ভারতীয় গাঁজা, মোবাইল ফোন, রূপি এবং একটি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয়।

বিজিবি জানায়, ১৬ সেপ্টেম্বর ভোর ৪টায় ভোলাহাট উপজেলার জেকে পোলাডাংগা সীমান্তে চোরাচালানের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করা তিনজন বাংলাদেশীকে আটক করা হয়। তারা অনুমতি ছাড়া নৌপথে ভারতের দিকে প্রবেশ করে এবং ফেরার সময় বিজিবির টহলদলের হাতে ধরা পড়ে। আটককৃতরা হলো, মোঃ শামিম হোসেন (২৭), শ্রী পলাশ কর্মকার (২৩) এবং মোঃ মিজানুর রহমান (২৩)। তাদের নিকট থেকে তিনটি মোবাইল ফোন ও ৭০ রূপি উদ্ধার করা হয়। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে ভোলাহাট থানায় সোপর্দ করা হয়।

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৬টায় শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবির বিশেষ টহলদল আরেকটি অভিযান পরিচালনা করে। কানসাট এলাকার একটি ব্রীজ থেকে মোঃ মিজানুর রহমান (২৫) নামে এক চোরাকারবারীকে ৩.৭ কেজি ভারতীয় গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যানসহ আটক করা হয়। আটক আসামিকে মাদকদ্রব্য ও জব্দকৃত ভ্যানসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, নারী-শিশু পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close