রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত; জনজীবনে ভোগান্তি

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:২৬

শেয়ার

লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত; জনজীবনে ভোগান্তি
ছবি: বাংলা এডিশন

সক্রিয় রয়েছে দক্ষিন পশ্চিম মৌসমুী বায়ু। আর পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে তেলেঙ্গা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে পটুয়াখালীতে গত তিন দিন গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হয়েছে। তবে রাতে বৃষ্টির পরিমান কিছুটা কমলেও ভোর থেকে উপকূলীয় এলাকায় ফের শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

টানা বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তি পড়েছে সকল শ্রেনীর মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবিরা। এদিকে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কৃষকের আমন ক্ষেত।

দুশ্চিন্তায় পড়েছেন মৌসুমী সবজি চাষীরা। এ ছাড়া লঘুচাপের প্রভাবে কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর।

পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তর থেকে মাহবুবর রহমান বাংলা এডিশনকে জানান, আগামী ৭২ ঘন্টায় অতিভারী বৃষ্টি হতে পারে।



banner close
banner close