রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বাউফলে ইউএনও জন্মদিনের শুভেচ্ছা নিয়ে বির্তক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৫৪

আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৫৫

শেয়ার

বাউফলে ইউএনও জন্মদিনের শুভেচ্ছা নিয়ে বির্তক
বাংলা এডিশন

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলাম বিদ্যালয়ে গিয়ে নিজের জন্মদিনের শুভেচ্ছা নেওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ওই দিন বিদ্যালয়ে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে হ্যান্ড ওয়াশিং স্টেশন, ড্রিঙ্কিং ওয়াটার পয়েন্ট ও হাইজিন কর্নার নির্মাণ শেষে উদ্বোধনের জন্য যান ইউএনও আমিনুল ইসলাম। তার সঙ্গে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজারসহ কয়েকজন কর্মকর্তা।

বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীরা গান পরিবেশন করে তাকে বরণ করে নেয়। এরপর ফিতা কেটে ইউএনও প্রকল্পের উদ্বোধন করেন। পরে শিক্ষক মিলনায়তনে প্রবেশ করলে বিদ্যালয়ের শিক্ষকরা তার হাতে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপর পিঠা, পুডিং, ছানা, আঙুর, পেপে, পেয়ারা ও লেবুর শরবত দিয়ে তাকে আপ্যায়ন করা হয়।

তবে এ আয়োজন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ইউএনও আসবেন শুনে স্কুল ছুটি না দিয়ে তাদের ক্লাসরুমে থাকার আদেশ দেয়া হয়। অনেকে ক্ষুধায় অস্থির হয়ে পড়লেও বাইরে যেতে দেওয়া হয়নি। নবম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, ইউএনও আসার আগে থেকেই ক্লাসে পাঠদান বন্ধ রাখা হয়, আর তিনি চলে যাওয়ার পর পুনরায় শুরু হয়।

কয়েকজন অভিভাবক বলেন, প্রকল্প উদ্বোধন করতে ইউএনও এসেছেন, এতে আপত্তি নেই। তবে জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং নানা খাবার দিয়ে আপ্যায়ন করা অপ্রাসঙ্গিক। জন্মদিনে শুভেচ্ছা জানাতে হলে ব্যক্তিগতভাবে বাসায় যাওয়া যেত, বিদ্যালয়ে আয়োজন করার প্রয়োজন ছিল না।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসরাত জাহান বলেন, আমাদের বিদ্যালয়ে একজন উপজেলা নির্বাহী অফিসার এসেছেন, তাকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো এবং আপ্যায়ন করায় দোষের কিছু নেই। তবে এসব আয়োজনের খরচ বহন নিয়ে প্রশ্ন করলে তিনি উত্তর এড়িয়ে যান।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামিম আনোয়ার বলেন, বর্তমানে আমি ঢাকায় আছি। বিস্তারিত না জেনে মন্তব্য করতে পারছি না।

ঘটনা নিয়ে ইউএনও আমিনুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এর পাশাপাশি তার জন্মদিনে অফিসপাড়ার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন সংস্থা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এতে দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।



banner close
banner close