রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ভালুকায় আঞ্চলিক সড়কের বেহাল দশা

ময়মনসিংহ (ভালুকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৩২

আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৩৩

শেয়ার

ভালুকায় আঞ্চলিক সড়কের বেহাল দশা
ছবি: বাংলা এডিশন

ময়মনসিংহের ভালুকায় সদর ইউনিয়নের খারুয়ালী এলাকার আঞ্চলিক সড়কটির অনেকটা অংশ ভেঙে রীতিমত মরণ ফাদে পরিণত হয়েছে। এর ফলে বেড়ে গেছে পথচারীদের ভোগান্তি। খারুয়ালী এলাকায় কার্পেটিং রাস্তার সিংহভাগ অংশ ভেঙে ফিশারীতে নেমে যাওয়ায় প্রায়ই ঘটছে সড়ক দূর্ঘটনা। চার চাকাসহ ছোট-বড় যানবাহন উল্টে হতাহতের ঘটনা রয়েছে এ সড়কে।

স্থানীয়রা জানায়, ভালুকা থেকে রাজৈ এর দূরত্ব প্রায় ১৩ কি.মি.। তবে সদর ইউনিয়নের বাকসাতড়া মোড় থেকে চান্দাব বোর্ড বাজার আঞ্চলিক সড়কটির বেশিরভাগ অংশই ভেঙে বড় গর্ত তৈরী হয়েছে। উপজেলার অন্যান্য ইউনিয়নের রাস্তায় সংস্কারে ছোঁয়া লাগলেও জরাজীর্ণ রয়ে গেছে রাজৈ ইউনিয়নের চলাচলের এই রাস্তাটি। কেউ কেউ বলছে, “রাস্তাটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। সিএনজি, মোটরসাইকেল কিংবা থ্রি-হুইলার ব্যবহার করে সদরে পৌছতে বেশ অস্বস্থি পোহাতে হয়।

সচেতনমহল জানান, রাস্তার দু পাশে অপরিকল্পিতভাবে ফিশারী নির্মাণ করায় দ্রুত সময়ে রাস্তার অংশগুলো বেহাল দশায় রূপ নিয়েছে। খামারীরা যদি রাস্তার পাশে উপযুক্ত ব্যবস্থার যোগান দিত, তবে এত তাড়াতাড়ি এসব রাস্তা ভেঙে পড়ত না। এছাড়াও রাস্তায় ভারি যানচলাচাল বৃদ্ধি পেয়েছে, তবে সংস্কার কাজের কোন অগ্রগতি নেই। স্থানীয় জনপ্রতিনিধির প্রতি ক্ষোভ প্রকাশ করে পথচারীরা বলেন, শুধুমাত্র নেতাদের পকেট ভারি হয়েছে; পক্ষান্তরে জনকল্যাণমূলক কাজের উন্নয়ন এখনো অদৃশ্যই রয়ে গেছে।

রাস্তাটি শুধুমাত্র একটি ইউনিয়নে পৌছে সীমাবদ্ধতা পেয়েছে এমন নয়। বরং বিরুনীয়া ইউনিয়নসহ পার্শ্ববর্তী গফরগাঁও ও শ্রীপুর থানার একমাত্র সংযোগ সড়ক এটি। জনদূর্ভোগ কমাতে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছে এলাকাবাসী ও পথচারীরা।



banner close
banner close