রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় হাসপাতাল থেকে নবজাতক চুরি, পরিবারে আহাজারি

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৩৬

আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৫০

শেয়ার

খুলনায় হাসপাতাল থেকে নবজাতক চুরি, পরিবারে আহাজারি
ছবি: বাংলা এডিশন

খুলনায় বেসরকারি হাসপাতাল থেকে চার দিনের এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ড্যাপস্ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে নবজাতকটিকে চুরি করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় নবজাতকের পরিবারসহ পুরো হাসপাতাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মোংলা উপজেলার বাসিন্দা সুজন ও ফারজানা দম্পতির চার দিন আগে একটি পুত্রসন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পর থেকে তারা পরিপূর্ণ সুস্থতার জন্য খুলনার ওই হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার দুপুরে হঠাৎ করেই নবজাতকটি হারিয়ে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো খোঁজ মেলেনি।

পরে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দ্বিতীয় তলায় অবস্থানরত এক নারীকে, যিনি শিশুটিকে কাপড়ে ঢেকে নিয়ে যাচ্ছেন। তবে ক্যামেরার দৃশ্য স্পষ্ট না হওয়ায় তিনি নবজাতকটিকেই নিয়ে যাচ্ছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় নবজাতকের স্বজনদের সন্দেহ উক্ত নারীর প্রতি।

শিশুটির পরিবার দ্রুত নবজাতককে খুঁজে বের করতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে। নবজাতকের মা-বাবা কান্নায় ভেঙে পড়েছেন। পুরো পরিবারে চলছে শোকের মাতম।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই তারা ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি পুলিশকে অবহিত করেছে। তদন্তের স্বার্থে পুলিশের সঙ্গে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলেও হাসপাতাল প্রশাসন জানায়।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং দ্রুত নবজাতক উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।

স্থানীয়রা হাসপাতাল এলাকায় ভিড় জমিয়ে শিশুটি উদ্ধারের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, একটি হাসপাতালের ভেতর থেকে শিশু চুরি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসনকে এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে হবে।

এদিকে নবজাতকের খোঁজে মরিয়া হয়ে উঠেছে তার পরিবার। শিশুটি এখনো নিখোঁজ রয়েছে, ফলে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে প্রতিটি মুহূর্তে।



banner close
banner close