রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি পাভেল দুই দিনের রিমান্ডে

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:২৭

আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:২৮

শেয়ার

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি পাভেল দুই দিনের রিমান্ডে
ছবি: বাংলা এডিশন

নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

চব্বিশের গণঅভ্যুত্থান চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থী মাজেদুল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।আজ ১৫ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মেজবাহ উর রহমান শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ৪ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পরের দিন ৫ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৬ সেপ্টেম্বর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত রিমান্ড শুনানির জন্য আজ ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন।মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ২ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে আসামিরা গুলি চালায়। এসময় ঢাকা কলেজের শিক্ষার্থী মাজেদুল ইসলাম,মেহেদী হাসান,ইডেন কলেজের শিক্ষার্থী সাম্মী আক্তারসহ অনেকে আহত হন। এ ঘটনায় নিউমার্কেট থানায় মাজেদুল ইসলামের চাচাতো ভাই গত বছরের ২৬ আগস্ট একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।



banner close
banner close