রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সাবেক মন্ত্রী মায়া চৌধুরী ও তার অনুসারীর বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগে চাঁদপুরে সংবাদ সম্মেলন

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৩১

শেয়ার

সাবেক মন্ত্রী মায়া চৌধুরী ও তার অনুসারীর বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগে চাঁদপুরে  সংবাদ সম্মেলন
ছবি: বাংলা এডিশন

চাঁদপুর প্রেসক্লাবে সন্ত্রাসী দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে এক সংবাদ সম্মেলন করেছেন মতলব দক্ষিণ উপজেলার বাবুরপাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুর ছাত্তার মিয়াজী স্ত্রী নার্গিস সুলতানা। সোমবার দুপুরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগের সাবেক পলাতক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ তার ঘনিষ্ঠ অনুসারীদের বিরুদ্ধে ভূমি দখল সহ গুরুতর অভিযোগ আনেন।

লিখিত বক্তব্যে আব্দুর ছাত্তারের স্ত্রী নার্গিস সুলতানা দাবি করেন, মায়া সহ তার ঘনিষ্ঠ অনুসারী ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদলের ভাই মো. মানিক দেওয়ান দীর্ঘদিন ধরে তার ওপর প্রভাব খাটিয়ে আসছেন। গত বছরের ১৮ জুলাই মানিক দেওয়ান ও তার সহযোগীরা তাকে ঘরে আটকে রেখে প্রাণনাশের হুমকি দেন এবং জোরপূর্বক ৩,শত টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তিন পাতার একটি বায়নাপত্রে স্বাক্ষর করিয়ে নেন। বায়নাপত্রে তার বসতভিটার (২১ শতক) জমি উল্লেখ করা হয়।

তিনি আরও জানান, আওয়ামী লীগের পতনের পর মানিক দেওয়ান এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে ২৫ সেপ্টেম্বর (২০২৪) তিনি চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে (মামলা নং- ১১০৮/২৪) মামলা দায়ের করেন। তবে তদন্ত সত্ত্বেও মতলব দক্ষিণ থানা পুলিশ ওই স্ট্যাম্প উদ্ধার করতে ব্যর্থ হয়।

নার্গিস সুলতানা অভিযোগ করেন, বর্তমানে মানিক দেওয়ান স্থানীয় ভূমিদস্যু হেলাল প্রধানের সঙ্গে যোগসাজশে তার ভিটা দখলের চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে তিনি চলতি বছরের ২৮ সেপ্টেম্বর চাঁদপুর আমলি আদালতে আরেকটি মামলা (নং- সিআর ২৮৫/২০২৫) দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মাধ্যমে জাতীয় ও স্থানীয় পত্রিকায় এ ঘটনার সত্য প্রকাশ করে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাওয়ার আকুতি জানান।

এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মো. রহিম বাদশা, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, মনির হোসেন চৌধুরী, আলম পলাশ, মির্জা জাকিরসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



banner close
banner close