রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছিল: ডক্টর মোঃ জাহাঙ্গীর আলম

সাভার উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৪৫

আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৪৬

শেয়ার

আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছিল: ডক্টর মোঃ জাহাঙ্গীর আলম
ছবি: বাংলা এডিশন

আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছিল বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ডক্টর মোঃ জাহাঙ্গীর আলম।

দুপুরে সাভার মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

তিনি এসময় আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থার নামে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে,ভালো শিক্ষার্থী হতে হলে পড়াশোনায় মনোযোগ দিতে হবে বলে তিনি এসময় বলেন।

এসময় সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর ছদরুদ্দীন আহমদ, সাভার মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন।

নবীন বরণে প্রায় এক হাজার শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।



banner close
banner close