রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কুমিল্লায় নিখোঁজের একদিন পর রেললাইনে মিলল লাশ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৪৫

শেয়ার

কুমিল্লায় নিখোঁজের একদিন পর রেললাইনে মিলল লাশ
ফাইল ছবি

কুমিল্লায় নিখোঁজের একদিন পর রেললাইনের পাশ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা।

রবিবার সন্ধ্যায় নিখোঁজ জামশেদ ভূঁইয়ার লাশ পালপাড়া রেললাইনে পাশে দেখতে পেয়ে মুঠোফোনে পুলিশ কে কল করে স্থানীয়রা। লাশ উদ্ধার এর বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে জানান কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম ।

স্থানীয়রা জানান, গত সপ্তাহে একই এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও তার মা তাহমিনা বেগম কবিরাজ কর্তৃক হত্যার শিকার হয়েছিলেন। সপ্তাহ না পেরোতেই আবারো একই এলাকায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ব্যবসায়ী জামসেদ ভূইয়া। আইনশৃঙ্খলার এমন অবনতির কারণে কুমিল্লায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

এই বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় নিহত জামশেদ ভূঁইয়ার ভাই থানায় অভিযোগ করেছিলেন । তিনি বলেছিলেন মাগরিবের নামাজ পড়তে গিয়ে জামসেদ বাসায় ফিরেনি । হত্যার রহস্য উদঘাটনে থানা পুলিশের সদস্যরা মাঠে নেমেছে বলে জানা যায়। হত্যাকান্ডের বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় জামসেদ এর পরিবারের সদস্যরা মামলার প্রস্তুতি নিচ্ছে।



banner close
banner close