পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ নেতা সেলিম মৃধাকে আটক করেছে পুলিশ।
রবিবার ভোররাত ৩টার দিকে ‘ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
সেলিম মৃধা ওই ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি এবং স্থানীয় মৃত আদম আলী মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে ধানদী বাজার এলাকায় দলীয় প্রচারণা চালানোর সময় তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন এবং জনসাধারণকে আন্দোলনে অংশগ্রহণের জন্য প্ররোচিত করার চেষ্টা করেন।
স্থানীয়রা জানান, সেলিম মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। তবে সম্প্রতি তার কর্মকাণ্ড নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, তিনি নিষিদ্ধ কার্যক্রমে যুক্ত থেকে এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছিলেন।
বাউফল থানার (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার অভিযোগে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে
আরও পড়ুন:








