রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

নাটোরে ১৭৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার চার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৩৪

আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৩৫

শেয়ার

নাটোরে ১৭৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার চার
ছবি: সংগৃহীত

নাটোর জেলা গোয়েন্দা পুলিশ পৃথক দুটি অভিযানে ১৭৪ কেজি গাঁজাসহ ৪জনকে গ্রেপ্তার করেছে। রবিবার ভোরে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস মোড়ে একটি যাত্রীভাহী বাস ও ট্রাকে তল্লাশী চালিয়ে তাদের গ্রেপ্তার ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনগ্রেপ্তাররা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ভগরইল (মধ্যপাড়া) এলাকার মো. দুলাল উদ্দিনের ছেলে মো. ওয়াদুদ আলী (২৫), শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়ার এলাকার মৃত বাহার আলীর ছেলে মো. ফসের আলী সোহেল (২৯), শিবগঞ্জ উপজেলার শেখটোলা কাশিবাটিপাড়া এলাকার মো. মজু'র ছেলে মো. লালন (২৫) এবং একই এলাকার মো. সাইদুর রহমানের ছেলে মো. সাবেরুল ইসলাম শহিদ (৩৫)।

গ্রেপ্তাররা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ভগরইল (মধ্যপাড়া) এলাকার মো. দুলাল উদ্দিনের ছেলে মো. ওয়াদুদ আলী (২৫), শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়ার এলাকার মৃত বাহার আলীর ছেলে মো. ফসের আলী সোহেল (২৯), শিবগঞ্জ উপজেলার শেখটোলা কাশিবাটিপাড়া এলাকার মো. মজু'র ছেলে মো. লালন (২৫) এবং একই এলাকার মো. সাইদুর রহমানের ছেলে মো. সাবেরুল ইসলাম শহিদ (৩৫)।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম শহরের বনবেলঘরিয়া এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করেন। ভোর সাড়ে ৫টার সময় নোয়াখালী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাস গ্রামীণ ট্রাভেলসকে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাসির এক পর্যায়ে যাত্রী সিটের পায়ের নিচে পৃথক দুই বস্তা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় জড়িত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে সকাল সাড়ে ছয়টার সময় ঢাকা-নারায়গঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি প্লাস্টিকের ক্যারেট বহনকারী ট্রাককে সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ক্যারেটের নিচে ছয়টি চটের বস্তা থেকে ১৬০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পুলিশ সুপার জানান, এ বিষয়ে নাটোর সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close