রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কাফনের কাপড় গায়ে জড়িয়ে পথে নেমেছে অবরোধকারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১১

শেয়ার

কাফনের কাপড় গায়ে জড়িয়ে পথে নেমেছে অবরোধকারীরা
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

রবিবার থেকে পূর্ব ঘোষিত টানা তিন দিন সকাল-সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি সফল করতে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ডে এলাকার সড়কে নেমে আসে অবরোধকারীরা।

আজ সকাল ৭টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী বাস স্ট্যান্ড এলাকা ও হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ কর্মসূচি শুরু হয়। এদিকে সকাল ৮টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাস স্ট্যান্ড, হামিরদী বাস স্ট্যান্ড, মাধবপুর বাস স্ট্যান্ড এবং ভাঙ্গা উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবরোধ কর্মসূচি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে অবরোধকারীরা ব্যানার নিয়ে এবং কাফনের কাপড় পড়ে সড়কের ওপরে শুয়ে পড়েন। বাকিরা রাস্তায় আড়াআড়িভাবে অবরোধ করে দাঁড়িয়ে আছে।

ভাঙ্গা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রনি ব্যাপারী বলেন, ঢাকাগামী নকশি কাঁথা ট্রেনটি ভাঙ্গা রেলস্টেশনের অদূরে অবরোধকারীরা আটকে দিয়েছে। অপরদিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সবুজ সংকেত না পাওয়ায় ভাঙ্গা জংশন স্টেশনে থেমে আছে।

প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে স্টেশনের উপ-পরিদর্শক সাফুর আহমেদ বলেন, ভাঙ্গা ফরিদপুর রেলপথের হামিরদী ও ভাঙ্গা-খুলনা রেলপথে কৈডুবি এলাকায় সড়কে গাছ ফেলে রেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

ফরিদপুরের-৪ সংসদীয় আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ সংসদীয় আসনে জুড়ে দেওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর। এর প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর জনতা প্রথম রাস্তায় নেমে ঢাকা খুলনা ও ঢাকা মহাসড়ক অবরোধ করে।

গত শনিবার বিকেলে নতুন করে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকী। ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রবিবার থেকে টানা তিন দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকাল-সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অন্যান্য কর্মসূচির মধ্যে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচিও রয়েছে। তবে শেষ পর্যন্ত তাদের দাবি মানা না হলে সব রাজনৈতিক দল মিলে নির্বাচন বর্জনের ঘোষণা দেবে বলে ওই সংবাদ সম্মেলনে জানানো হয়।



banner close
banner close