মাদারীপুর সদর উপজেলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। নিহতের নাম সজীব আলী (৩১)। তিনি গোমস্তাপুর উপজেলার গোপালনগর গ্রামের মর্তুজার ছেলে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার শিরখরা ইউনিয়নের শিরখরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সহকর্মী লিটন আলীকে আটক করেছে পুলিশ। তিনি নাচোল উপজেলার উজিরপুর কসবা গ্রামের জব্দুলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট সজীব মাদারীপুর সদর উপজেলার শিরখরা গ্রামের মো. জামালের (পিতা: মৃত ইউনুস আলী) নির্মাণাধীন একটি ভবনে রাজমিস্ত্রির কাজে যোগ দেন। শুক্রবার কাজ চলাকালে সজীব ও তাঁর সহকর্মী লিটনের মধ্যে কাজের বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে লিটন সজীবকে ধাক্কা দিলে তিনি দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাঁকে মাদারীপুরের কালিবাজার মোহাম্মাদিয়া মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান।
পরে সহকর্মীরা নিহতের মরদেহ ও আটক লিটনকে নিয়ে গোমস্তাপুর থানায় আসেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। আটক লিটনকে চাঁপাইনবাবগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক লিটনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সজীব আলীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
আরও পড়ুন:








