ঠাকুরগাঁওয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সরকারি গাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা শহরে এ ঘটনাটি ঘটে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতে এসব ওষুধ জব্দ করা হয়।
স্থানীয় সংবাদকর্মীরা জানান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সরকারি গাড়ি থেকে ওষুধগুলো পাওয়া যায়। প্রথমে তারা বিষয়টি টের পান এবং গাড়ি থামিয়ে উপদেষ্টাকে খবর দেন। পরে ফরিদা আখতার ঘটনাস্থলে এসে নিজ হাতে এসব ওষুধ জব্দ করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংবাদকর্মীরা অভিযোগ করেন, “মেয়াদোত্তীর্ণ ওষুধ সরকারি গাড়িতে বহন করা সেবার প্রতি অবহেলা এবং সরাসরি জনস্বাস্থ্যের জন্য হুমকি।”
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “ এ ঘটনায় যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা প্রশাসক ইশরাত ফারজানা , দ্রুত তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








