নিষিদ্ধ ঘোষণার পরও থেমে নেই ছাত্রলীগের মাঠের তৎপরতা। শনিবার সকালে চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ঝটিকা মিছিল করে সংগঠনটির একদল নেতাকর্মী। পরে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল আবছার জানান, সকাল সাড়ে ৭টার দিকে নগরের সঙ্গীতা সিনেমা হল এলাকায় হঠাৎ করেই মিছিল শুরু করে ১৫ থেকে ১৭ জনের একটি দল। মিছিলটি মাত্র ৩০ থেকে ৪০ সেকেন্ড স্থায়ী হয়।
স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চারজনকে আটক করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করা হয়েছে। বাকি মিছিলকারীদের ধরতে অভিযান চলছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—কক্সবাজারের উখিয়ার আবু মুসা (৩০), চকরিয়ার শাকিব আলম (২০), চট্টগ্রাম নগরের পাঁচলাইশের রায়হান উদ্দিন (৪৫) এবং চাঁদপুরের শাহরাস্তির মো. আরিফ (২৮)। আরিফ বর্তমানে নগরের খতিবের হাট এলাকায় বসবাস করছেন
আরও পড়ুন:








