ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্রকাশ্যে গলাকেটে হত্যা করা হয়েছে সগির হোসেন (২৫) নামে এক যুবককে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সগির ওই এলাকার আমির হোসেনের ছেলে। তিনি রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, সকালে সুধার বাড়ির সামনের রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও দুপুর সাড়ে বারোটা পর্যন্ত মরদেহটি রাস্তায় পড়ে ছিল। দীর্ঘ সময় লাশ পড়ে থাকায় এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আখতার হোসেন বলেন, “ঘটনাটি আমরা তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।”
আরও পড়ুন:








