নৌপরিবহন ও পাট বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম শাখাওয়াত হোসেন বলেছেন, ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ে আলোচনা চলছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বরিশালের শিল্প ও উন্নয়ন কার্যক্রম আরও গতি পাবে।
শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
এর আগে তিনি শহরের খাল পুনরুদ্ধার প্রকল্প, পোর্ট রোড এবং প্যাসেঞ্জার টার্মিনাল প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।
উপদেষ্টা বলেন, বরিশালের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক খাল পুনরুদ্ধারে উদ্যোগ নিয়েছেন, যা প্রশংসনীয়। আমি খালগুলো ঘুরে দেখেছি। নৌ চলাচল ফিরিয়ে আনা এবং খাল পার্শ্ববর্তী এলাকায় ওয়াকওয়ে নির্মাণের জন্য বিআইডব্লিউটিএ সহযোগিতা করবে।
তিনি আরও জানান, মীরগঞ্জ সেতু নির্মাণ এবং হিজলা-মুলাদিতে বাঁধ নির্মাণের জন্য প্রায় ৮৫০ কোটি টাকা বরাদ্দ আনার চেষ্টা চলছে। আগামী অক্টোবরে তিনি প্যাডেল স্টিমারে চড়ে বরিশালে আসার ইচ্ছাও প্রকাশ করেন।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে এম শাখাওয়াত হোসেন বলেন, আমরা উপদেষ্টা পরিষদ সম্পূর্ণ নিশ্চিত যে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
পরিদর্শনকালে বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, জেলা পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








