রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

র‌্যাবের অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৩১

শেয়ার

র‌্যাবের অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে র‌্যাব-১২ এর অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম রেজা গ্রেপ্তার হয়েছেন।

র‌্যাব জানায়, ২০১২ সালের ২৩ আগস্ট শাহজাদপুর থানায় বাদী মো. ওসমান গণী মামলা (নং-২২) দায়ের করেন। মামলার বিচার শেষে গত ২৭ আগস্ট সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ সেলিম রেজাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-১২ জানায়, গত ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা ৫ মিনিটে সদর কোম্পানির একটি দল শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত সেলিম রেজাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



banner close
banner close